মশা মারার ফাঁদ । রশিবপুরা । মালীগ্রাম

                                                                                                                   

মশা মারারউপযুক্ত কৌশল
মশার অত্যাচারে জীবন অতিষ্ঠ আর আমরা যে কোনউপায় খুজি না কেন, কোন লাভ বা উপকারে আসেনাতাই আমাদের দেহের জন্য ক্ষতিকর দিকগুলো আগেই বলে নেই

vআমরা যে কয়েল বা গ্লুপ ব্যবহার করি তা ১৪৭ টি সিগারেট এর সমান ক্ষতিকরে আমাদের দেহেকয়েল থেকে যে ধোঁয়া বের হয় তা খুবই খুদ্র ক্ষতিকর দোঁয়া
vআমরা বাজার থেকে মশা মারার জন্য যে স্প্রেরে কিনে ব্যবহার করি তা আমাদের লিভারের জন্য খুবই ক্ষতি করে

সুতরাং কোন কিছু কাজে আসেনা তাই, আসুন মশা মারার জন্য আমরা ফাদ তৈরি করে ফেলিনিম্নে প্রয়োজনীয় উপকরন দেওয়াঃ
ü প্রথমে একটি ১ / ২ লিটারের বোটল নেইতারপর বোটলটিকে অর্ধেক করে কেটে নেই
ü ব্রাউন সুগার যা সাধারন চিনি না
ü ঈস্ট যা ব্যাক্যারি বা বড় মুদিমালের দোকানে পাওয়া যাবে
ü কুসুম গরম পানি

প্রথমে কুসুম গরম পানির সাথে পরিমান মত ব্রাউন সুগার ভাল মত মিশ্রন করতে হবেএর পর পানি স্বাভাবিক টেমপেরেচারএলে ঈস্ট ৩/১ ভাগ চামচ মিশ্রতিত পানির সাথে মিশ্রন করতে হবেএর পর কাটা বোটলটিতে মিশ্রতিত পানি ঢেলে দিয়ে উপরের মুখ লাগিয়ে দিতে হবে
* রুমের কোনে এটি যে কোন জায়গায় রাখতে পারেন
*এক বছর পর্যন্ত নিশিন্ত থাকুন

                                                                 Made: Faizur Rahman

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পেয়ারা নাকি আপেল?