পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

করোনা ভাইরাস সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ

ঝুমুরঃ কেমন আছোস? নাজমিনঃ ভালো, তুই কেমন আছোস? ঝুমুরঃ ভালো, বর্তমানে করোনা ভাইরাস আমাদের কি একটা বড় সমস্যার কারন হয়ে দাড়িয়েছে ? নাজমিনঃ কথাটা সত্যিই, কারন করোনার জন্য আমাদের সমাজের লোকজন ঠিকমত চলাফেরা থেকে শুরু করে কোনো কাজই করতে পারতেছে না । ঝুমুরঃ শুধু কি তাই, আমাদের পড়ালেখার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে পড়েছি । করোনার জন্য দীর্ঘ এক বছর যাবৎ স্কুল কলেজ বন্ধ রয়েছে । নাজমিনঃ করোনার জন্য মানুষের সাথে চলাফেরা করা যায় না । কারন করোনা মানুষের সংস্পর্শে এলে ছড়ায় । ঝুমুরঃ করোনায় পৃথিবীতে অনেক মানুষ মারা গেছে এবং অনেক দেশের অর্থনীতি দূর্বল হয়ে গেছে । করোন থেকে মুক্তি পেতে হলে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে । নাজমিনঃ ঠিক আছে, কিন্তু আমরা কি ধরনের সাবধানতা অবলম্বন করবো? ঝুমুরঃ আমরা বাসা তেকে বের হলে মাস্ক ব্যবহার করবো, হ্যান্ড স্যানেটাইজার ব্যবহার করবো এবং ভালো মতো হাত পরিষ্কার করবো ডিটারজেন্ট দিয়ে । নাজমিনঃ ধন্যবাদ, সচেতনতা মূলক তথ্য দিয়ে সাহায্য করার জন্য । ঝুমুরঃ ধন্যবাদ ।

করোনা ভাইরাস সম্পর্কে দুই বন্ধুর মধ্যে এমন একটা কথোপকথন

  — কী রে , দেখেছিস পোস্টটা ? — কোনটা বল তো ? — আরে , এই করোনাভাইরাসের কথা নাকি আগেই বলে দিয়েছিল একটা উপন্যাসে । দেখিসনি এখনও ? আমি শেয়ার করেছি আমার ওয়ালে । দেখে নে । দুই বন্ধুর মধ্যে এমন একটা কথোপকথন যে নেহাত কল্পনা নয় , তা নেটিজেনমাত্রই বিশ্বাস করবেন । দিনের একটা বড় সময় ইন্টারনেট সার্ফিং করলে , ইতিমধ্যে নিশ্চয়ই আপনার চোখে পড়েছে , হোয়াটসঅ্যাপ , ফেসবুক বা টুইটারে একটি বইয়ের পাতার ছবি ঘুরছে , যেখানে নাকি এই করোনাভাইরাস নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়েছে । প্রশ্নটা হচ্ছে , ‘ ফ্যাক্ট ’ না ‘ ফিকশন ’— কোনটাকে গুরুত্ব দেবেন ? আজ্ঞে হ্যাঁ । এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে ১৯৮১ সালে লেখা একটি উপন্যাসকে কেন্দ্র করে । নেট দুনিয়ায় ভাইরাল , এই উপন্যাসেই নাকি করোনাভাইরাস নিয়ে বর্তমান পরিস্থিতির ভবিষ্যদ্বাণী ছিল । সত্যিই কি তাই ? আসুন দেখা যাক কোনটা ‘ ফ্যাক্ট ’ আর কোনটা ‘ ফিকশন ’ । ১৯৮১ সালে লেখা তাঁর উপন্যাস ‘ দ্য আইজ অফ ডার্কনেস ’- এ আমেরিকান লেখক ডিন কুন্টজ নাকি এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন