করোনা ভাইরাস সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ
ঝুমুরঃ কেমন আছোস?
নাজমিনঃ ভালো, তুই কেমন আছোস?
ঝুমুরঃ ভালো, বর্তমানে করোনা ভাইরাস আমাদের কি একটা বড়
সমস্যার কারন হয়ে দাড়িয়েছে ?
নাজমিনঃ কথাটা সত্যিই, কারন করোনার জন্য আমাদের সমাজের
লোকজন ঠিকমত চলাফেরা থেকে শুরু করে কোনো কাজই করতে পারতেছে না ।
ঝুমুরঃ শুধু কি তাই, আমাদের পড়ালেখার ক্ষেত্রে আমরা অনেক
পিছিয়ে পড়েছি । করোনার জন্য দীর্ঘ এক বছর যাবৎ স্কুল কলেজ বন্ধ রয়েছে ।
নাজমিনঃ করোনার জন্য মানুষের সাথে চলাফেরা করা যায় না
। কারন করোনা মানুষের সংস্পর্শে এলে ছড়ায় ।
ঝুমুরঃ করোনায় পৃথিবীতে অনেক মানুষ মারা গেছে এবং অনেক
দেশের অর্থনীতি দূর্বল হয়ে গেছে । করোন থেকে মুক্তি পেতে হলে আমাদের সাবধানতা অবলম্বন
করতে হবে ।
নাজমিনঃ ঠিক আছে, কিন্তু আমরা কি ধরনের সাবধানতা অবলম্বন
করবো?
ঝুমুরঃ আমরা বাসা তেকে বের হলে মাস্ক ব্যবহার করবো, হ্যান্ড
স্যানেটাইজার ব্যবহার করবো এবং ভালো মতো হাত পরিষ্কার করবো ডিটারজেন্ট দিয়ে ।
নাজমিনঃ ধন্যবাদ, সচেতনতা মূলক তথ্য দিয়ে সাহায্য করার
জন্য ।
ঝুমুরঃ ধন্যবাদ ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন